31988

03/15/2025 রংপুরের বোলারদের তোপে ১১১ রানে অলআউট ঢাকা

রংপুরের বোলারদের তোপে ১১১ রানে অলআউট ঢাকা

ক্রীড়া ডেস্ক

৭ জানুয়ারী ২০২৫ ১৬:১৫

ঢাকার দুর্দশা যেন কাটছেই না। হারের হ্যাটট্রিকে আসর শুরুর পর সিলেট পর্বে নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। একাদশে ব্যাপক রদবদল আনা হয়েছিল। তাতেও ব্যাটিংয়ে ভাগ্যের শিকে ছিড়ল না ঢাকার।

রংপুর রাইডার্সের বোলারদের তোপে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে গেছে শাকিব খানের দল। ১৬ বলে সর্বোচ্চ ২০ রান এসেছে তানজিদ হাসানের ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা। দুটি করে উইকেট পেয়েছেন খুশদিল শাহ ও আকিফ জাভেদ।

আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। দুই ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে থিসারা পেরেরার দল।

দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিলেন। ১২ বলে ১৪ রান করে আকিফ জাভেদের বলে বিদায় নেন সোহান। ইনিংস লম্বা করতে পারেননি তারকা ব্যাটার জেসন রয়। ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই মারকুটে ব্যাটার।

দুই ওপেনারের বিদায়ের পর ‘তাসের ঘরের মতো’ ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল খালেদ মাহমুদ সুজনের দল। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানও আস্থার প্রতিদান দিতে পারেননি। ৭ বলে ৩ রান করে ফিরে গেছেন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন দাস বিদায় নেন ১৩ বলে ৯ রান করে।

শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন। বাকিরা কেউই সেভাবে রান পাননি। ১৬.৩ ওভারের খেলা শেষে ১১১ রান তুলে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]