32123

03/15/2025 বিপিএল ও এলপিএলে যে পার্থক্য দেখছেন লঙ্কান পেসার

বিপিএল ও এলপিএলে যে পার্থক্য দেখছেন লঙ্কান পেসার

ক্রীড়া ডেস্ক

১১ জানুয়ারী ২০২৫ ১৭:৪১

চলমান বিপিএলের মাঝপথে খেলতে এসেছেন শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দো। বাঁ-হাতি এই পেসার চিটাগাং কিংসের দলে যোগ দিয়েছেন। আজ (শনিবার) সিলেটে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিনুরা। সেখানে তিনি স্বদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এলপিএলের সঙ্গে বিপিএলের পার্থক্য এবং বাংলাদেশে খেলার অনুভূতি জানিয়েছেন।

বিনুরা ফার্নান্দো বলেন, ‘বিপিএলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আজ মাত্র এলাম, বাংলাদেশে রোমাঞ্চকর পারফরম্যান্সের আশা করছি। আশা করি দ্রুতই মানিয়ে নিতে পারব। দলটা দারুণ। বোলাররা দারুণ, আবার বিশেষ করে দলের কোচ পেস বোলিং লিজেন্ড শন টেইট। শহীদ আফ্রিদিও আছেন। আশা করছি ছেলেরা ভালো খেলবে এবং টুর্নামেন্ট জিতবে।’

পরে দলের প্রশংসা করে বিনুরা বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। সামির কাদের চৌধুরী খুবই ভালো যোগাযোগ রেখেছেন। এতদিন মাঠের ভেতরের বাংলাদেশকে চিনতাম, কিন্তু মাঠের বাইরের বাংলাদেশও খুব ফ্রেন্ডলি। এখন পর্যন্ত সবকিছু খুব ভালো লাগছে।’

শেষে এলপিএলের সঙ্গে বিপিএলের তুলনায় এই লঙ্কান ক্রিকেটার বলেন, ‘এলপিএল তো মাত্র শুরু, মাত্র ৫-৬টি সংস্করণ হলো। বিপিএলের এটা একাদশ আসর। তবে খুব বেশি তফাৎ নেই। দুই লিগেই অনেক ভালো মানের বিদেশিরা খেলতে আসে। তবে ক্রিকেটের কোয়ালিটি তুলনা করলে এলপিএলে আরও উন্নতির সুযোগ আছে। তবে তুলনা করলে বিপিএল ও এলপিএল কাছাকাছিই থাকবে।’

প্রসঙ্গত, বর্তমানে বিপিএলের একাদশ আসরে সিলেটপর্বের খেলা চলছে। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে চিটাগাং কিংসের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি তিন নম্বরে রয়েছে। এ ছাড়া ৬ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স এবং ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]