32162

03/13/2025 বাংলাদেশেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

বাংলাদেশেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক

১২ জানুয়ারী ২০২৫ ১৪:৪২

দেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই নারী বর্তমানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) আইইডিসিআর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে নেদারল্যান্ডসে। দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এ ছাড়া সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে, তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।

এইচএমপিভির কারণে শ্বাসতন্ত্রের ওপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দিকাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়।

সম্প্রতি চীন-জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। যার ফলে নতুন করে আলোচনা শুরু হয়। কয়েকদিন আগে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নজরদারিতে রাখে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই বাংলাদেশেও ভাইরাসটি শনাক্তের কথা জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]