32194

04/12/2025 নাটোরে আ. লীগ নেতার মেয়ের বিয়েতে গেট-প্যান্ডেল ভাঙচুর

নাটোরে আ. লীগ নেতার মেয়ের বিয়েতে গেট-প্যান্ডেল ভাঙচুর

নাটোর থেকে

১৩ জানুয়ারী ২০২৫ ১১:১৫

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের মেয়ের বিয়ের গেট ও প্যান্ডেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ জন্য বিএনপির একটি অংশকে দায়ী করেছেন কনের স্বজনরা। পরের দিন রোববার দুপুরে ভাঙা প্যান্ডেলেই সংক্ষিপ্ত পরিসরে বিয়ে সম্পন্ন হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বনপাড়া মহল্লার ঠিকাদার সাইফুল ইসলাম বাবুলের ছেলে প্রকৌশলী হাদিউজ্জামান মহানের সঙ্গে সাবেক মেয়র কেএম জাকির হোসেনের মেয়ে ফাতেমা হক জয়ার বিয়ের দিন ধার্য ছিল। রাজনৈতিক পট পরিবর্তন ও মেয়ের বাবার অনুপস্থিতির কারণে একেবারেই ঘরোয়া পরিবেশে বনপাড়া বাজারের মেয়রের বাড়ির ভেতরে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু শনিবার রাতে ১৫-২০ জন যুবক মেয়রের বাড়িতে আসে। এ সময় তারা বাড়ির সামনে বিয়ের গেট ও অতিথিদের বসার জায়গা ভেঙে ফেলে। তবে বাড়ির ভেতরে ঢোকার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে না পেরে অশ্লীল গালাগালি করে ফিরে যায়। পরে রোববার দুপুর ভাঙা প্যান্ডেলেই সংক্ষিপ্ত পরিসরে বিয়ে সম্পন্ন করা হয়।

সাবেক মেয়র জাকিরের মামা ওয়াজেদ আলী সোনার বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মেয়রসহ আমার তিন ভাগিনাই বাড়ির বাইরে রয়েছেন। অল্প পরিসরে আমরা বিয়ের আয়োজন করেছিলাম। কিন্তু বিএনপির কর্মীরা যেভাবে বিয়ে বাড়িতে এসে ভাঙচুর করেছে তা খুবই দুঃখজনক।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে শান্তিপূর্ণ পরিবেশে বিয়ে সম্পন্ন হয়েছে বলেই জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]