32200

03/15/2025 ইনজুরি আক্রান্তদের নিয়েই অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

ইনজুরি আক্রান্তদের নিয়েই অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারী ২০২৫ ১১:৪৯

গোড়ালির চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের খেলা নিয়ে চলছে শঙ্কা। আসন্ন শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। আবার মাংসপেশির সমস্যায় সিরিজে নেই জশ হ্যাজেলউডের নামটাও। তবু ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুজনকেই রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। কামিন্স এই মুহূর্তে তে থাকলেও গোড়ালির চোটের কারণে স্ক্যান করানোর কথা। আর মাসলের সমস্যায় ভোগা হ্যাজলউডকেও রাখা হয়েছে বিশ্রামে। তবে কামিন্স, হ্যাজলউড—দুজনকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। বরাবরের মতো অস্ট্রেলিয়া হাজির হচ্ছে ভারি পেস বোলিংলাইন নিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]