3234

04/03/2025 ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ আটক ১

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ আটক ১

জেলা সংবাদদাতা, ঝিনাইদহ

৩ এপ্রিল ২০২১ ২০:৩৮

ঝিনাইদহে বিপুল পরিমান গাঁজাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। শনিবার (০৩ এপ্রিল) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি।

আটককৃত মহসীনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]