32372

03/13/2025 ১১ কেজির কোরাল ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি

১১ কেজির কোরাল ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি

রকমারি ডেস্ক

১৬ জানুয়ারী ২০২৫ ১৪:৫৭

রাজবাড়ী জেলার দৌলতদিয়া টার্মিনালে ১১ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় দৌলতদিয়া টার্মিনালে হালিমের আড়তে মাছটি বিক্রি করা হয়।

আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৫০ টাকায় মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে মোবাইল ফোনে আলোচনার মাধ্যমে কোরাল মাছটি প্রতি কেজি এক হাজার ৬০০ টাকা দরে মোট ১৭ হাজার ৬০০ টাকায় টাঙ্গাইল জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]