32375

04/19/2025 ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ৭

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারী ২০২৫ ১৫:৪০

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্ট পর সভারেন্টি’ নামের সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।

তাদের নিয়ে আসা রিয়াদ জানান, গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে আমরা কয়েকজন আহত হই। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সামনে থেকে সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]