32383

04/12/2025 পদ্মায় জেলের জালে বিশাল বোয়াল

পদ্মায় জেলের জালে বিশাল বোয়াল

রাজবাড়ী থেকে

১৬ জানুয়ারী ২০২৫ ১৭:২৫

গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রোয়াল মাছ ধরা পরেছে। মাছটির ওজন প্রায় ১৫ কেজি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের রাজবাড়ী ফরিদপুরের মোহনায় চর মজলিসপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

মানিকগঞ্জ জেলার হড়িরামপুর উপজেলার জেলে কালাম হলদার বলেন, সকালে আমরা জাল ফেলি। টানার সময় হাতে অস্বাভাবিক ভার লাগে। টেনে তোলার পর দেখি বিশাল আকৃতির বোয়াল মাছ। পদ্মায় আগের মতো বোয়াল মাছ পাওয়া যায় না। এবার প্রায় ১৫ কেজি ওজনের বোয়াল মাছ পেয়েছি।

এদিকে বিশাল আকৃতির মাছটি জেলেদের জালে ধরা পড়ার খবর পেয়ে অনেক ক্রেতা জেলেদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরে স্থানীয় দৌলতদিয়া ঘাটে আনু খার আড়তে মাছটির নিলাম ডাকা হয়। এসময় দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রায় আড়াই হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন। নিলামে মাছটি বিক্রি হয়েছে ৩৭ হাজার ৫শত টাকায়। পরে তিনি মাছটি ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে আনু খার আড়ত থেকে ডাকে মাছটি কিনেছি। ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে যোগাযোগ করি। পরে মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]