32409

04/12/2025 পণ্যবাহী দুটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মি

পণ্যবাহী দুটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মি

কক্সবাজার থেকে

১৮ জানুয়ারী ২০২৫ ১২:৩৫

মিয়ানমারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী দুটি কার্গো বোট আটক করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই দিন পার হলেও এখনো ছাড়েনি বোটগুলো। এসব কার্গো বোটে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো দুটি আটকে দেয় আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, দুই দিন পার হলেও কার্গো বোট দুটি ছাড়েনি আরকান আর্মি। বোট দুটি মিয়ানমারের জলসীমায় আছে। এসব কার্গো বোটে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের জলসীমায় পণ্যবাহী কার্গো বোটে তল্লাশি চালানো হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনও আমাদের কিছুই জানায়নি। তা ছাড়া এটি আমাদের জলসীমানার বাইরে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]