32468

03/13/2025 রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী ২০২৫ ১৬:১৬

রেলপথের উন্নয়নে প্রকল্পের আওতায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটি।

রোববার (১৯ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিস কক্ষে বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও চুক্তি সই করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতোপূর্বে সংগৃহীত লোকোমোটিভসমূহের টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]