32500

03/14/2025 গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

গাজীপুর থেকে

২০ জানুয়ারী ২০২৫ ১৩:১৮

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]