32523

03/14/2025 যুদ্ধবিরতি মেনে চললে জাহাজে হামলা করবে না হুথি

যুদ্ধবিরতি মেনে চললে জাহাজে হামলা করবে না হুথি

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারী ২০২৫ ১৭:৫০

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরে হামলা সীমিত করছে ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথিরা। রোববার (১৯ জানুয়ারি) এ নিয়ে জাহাজ চালক ও সংশ্লিষ্ট কাছে তারা একটি ইমেইলও পাঠিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এ প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। খবর আরব নিউজের।

হুথিরা তাদের মানবিক অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের ওপর হামলা শুরু করেছে তাদের ওপর আরোপ করা ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করছে।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলগামী বা ইসরায়েলের মালিকানাধীন প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও দুটি ডুবিয়ে দেয়।এতে চারজন নাবিক নিহত হন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র।

যুদ্ধবিরতির প্রথমদিনে ৩ নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]