32530

03/13/2025 বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করছেন ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারী ২০২৫ ১০:৪৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করে ডব্লিউএইচও থেকে বের হওয়ার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারি এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় ভুল করেছে- সে কারণে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের।

ট্রাম্প বলেন, ডব্লিউএইচও সদস্য দেশগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে অন্যায়ভাবে বিপুল অর্থ দাবি করেছে, যা চীনের মতো অন্য বড় অর্থনীতির দেশগুলোর প্রদান করা অর্থের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।

স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ডব্লিউএইচও আমাদের ঠকিয়েছে, সবাই যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। এটা আর হতে দেওয়া হবে না বলে সর্তক করেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী এক বছরের মধ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।এ ছাড়াও ডব্লিউএইচও এর কাজে সব আর্থিক অনুদান বন্ধ করে দেবে দেশটি।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ডব্লিউএইচও এর সবচেয়ে বড় আর্থিক অনুদান দাতা। ডব্লিউএইচও এর সামগ্রিক তহবিলের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ডব্লিউএইচও থেকে প্রত্যাহার অপ্রত্যাশিত নয়। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে সংস্থাটি ত্যাগ করার পদক্ষেপ নিয়েছিলেন।

ডব্লিউএইচও-এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারা কোভিড- ১৯ এর উৎপত্তি সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করার জন্য চীনের প্রচেষ্টাকে সহায়তা করছে। যদিও ডব্লিউএইচও জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, আমরা বেইজিংকে তথ্য শেয়ার করার জন্য চাপ দিচ্ছি। কোভিড সংক্রামিত প্রাণির সঙ্গে মানুষের সংস্পর্শ থেকে এসেছে, নাকি দেশীয় পরীক্ষাগারে অনুরূপ ভাইরাস নিয়ে গবেষণার ফলে এসেছে সে বিষয়টা নিশ্চিত করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]