32576

03/14/2025 সাইফের জন্য আবারও দুঃসংবাদ

সাইফের জন্য আবারও দুঃসংবাদ

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারী ২০২৫ ১০:৫৮

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খানের। মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে। বর্তমানে যার বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাই কোর্ট। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারে আর কোনও বাধা থাকছে না।

ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি হয়েছেন। যেটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন।

এরপর থেকে পতৌদিদেরই ছিল ভোপালের ওই সম্পত্তি। ১৯৪৭-এ দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এ দেশে রয়ে গেছে।

সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ, স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনও অধিকার থাকবে না।

সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। এদিকে মঙ্গলবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। এরই মধ্যে মধ্যপ্রদেশ সরকারে এই সিদ্ধান্ত চিন্তা বাড়াবে অভিনেতা এবং তার পরিবারের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]