32585

03/14/2025 বৈষম্য দূর করতে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি

বৈষম্য দূর করতে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারী ২০২৫ ১২:০৭

সব বৈষম্য দূরীকরণ ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চার দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হতে থাকেন তারা।

এক শিক্ষার্থী বলেন, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত বিসিএস সাধারণ ক্যাডার কর্মকর্তা চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই। সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ চাই।

এসময় তারা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো– বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে; অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।

পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাত্রা করেন। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]