32587

03/14/2025 ভিডিও সম্পাদনার অ্যাপ আনছে মেটা

ভিডিও সম্পাদনার অ্যাপ আনছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ জানুয়ারী ২০২৫ ১২:৩২

বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের কাছে ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ “ক্যাপকাট”। এটি মূলত টিকটকের ভিডিও সম্পাদনার অফিশিয়াল অ্যাপ। তবে টিকটক ছাড়াও অন্য ভিডিও সম্পাদনা করা যায় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি অ্যাপটি।

এবার ক্যাপকাট অ্যাপটির আদলে ভিডিও সম্পাদনার নতুন অ্যাপ আনতে যাচ্ছে মেটা।

সম্প্রতি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি।

তিনি জানান, “এডিটস” নামের ভিডিও সম্পাদনা অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

ভিডিও বার্তায় মোসেরি বলেন, “এডিটস শুধু ভিডিও সম্পাদনার অ্যাপ নয়, এটি সৃজনশীল কাজের পূর্ণাঙ্গ সম্ভার। অ্যাপটিতে বিভিন্ন ট্যাব থাকবে, যেখানে ব্যবহারকারীরা তাদের কনটেন্ট তৈরির বিভিন্ন পরিকল্পনা লিখে রাখতে পারবেন। অ্যাপটিতে ভালো মানের ক্যামেরাসুবিধাও থাকবে। ব্যবহারকারীরা চাইলে প্রাথমিকভাবে সম্পাদনা করা ভিডিও অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।”

জানা গেছে, এডিটস অ্যাপটি আগামী এপ্রিল মাসে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে অ্যাপটি আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ব্যবহার করা যাবে। তবে আইফোন ব্যবহারকারীরা চাইলে এখনই অ্যাপল অ্যাপ স্টোর থেকে এডিটস অ্যাপ ডাউনলোডের জন্য আগাম বুকিং দিতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরেও অ্যাপটি উন্মুক্ত করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]