32603

03/14/2025 নরসিংদীতে ধানখেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ধানখেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

নরসিংদী থেকে

২২ জানুয়ারী ২০২৫ ১৫:৪০

নরসিংদীর বেলাবোতে নিখোঁজের একদিন পর কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন বিন্নাবাইদ ভূইঁয়ার বাজারের পূর্ব পার্শে বিন্নাবাইদ কারিগরি ও বিএম কলেজ সংলগ্ন ধানের জমিতে লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিসকে খবর দেয়। খবর পেয়এ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের স্বজনদের তথ্য মতে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিঁখোজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে লাশ পাওয়া গেছে সংবাদ পেয়ে স্বজনরা থানায় গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।

এদিকে কাঞ্চন মিয়ার লাশ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও স্বজনদের ধারণা হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]