32655

03/14/2025 রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ী থেকে

২৩ জানুয়ারী ২০২৫ ১৭:৪৪

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমে চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মো. ইমরান জানান, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কনটেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কনটেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০টার দিকে কনটেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়।

এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অয়নকে মৃত বলে ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলের, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]