32683

04/03/2025 যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারী ২০২৫ ১৪:২৮

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে কোন স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তারা আরও জানান, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে। এখনও (২টা ১৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]