32728

04/04/2025 চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৯৫টি মোবাইল উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৯৫টি মোবাইল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

২৬ জানুয়ারী ২০২৫ ১৪:৪১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইলের দাম ১৮ লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে স্যামংস ব্রান্ডের স্মার্টফোন ৪৯টি ও নোকিয়া ব্রান্ডের ৪৬টি মোবাইল ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার অভিযানে যাত্রী বিহীন পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বড় চালান আটক করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]