32773

04/17/2025 পুলিশ না থাকলে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো: ডিএমপি কমিশনার

পুলিশ না থাকলে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারী ২০২৫ ১৪:৫৬

পুলিশ না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রক্তক্ষয়ী হতো বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাজ্জাত আলী বলেন, ‘গতকাল রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করেছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত।’

আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

রোববার রাতের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ কোনো মারণঘাতি অস্ত্র ব্যবহার করেনি জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘গতকাল রাতে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মারণঘাতি অস্ত্র ব্যবহার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার হয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]