32781

03/16/2025 খেলতে আর কোনো বাধা নেই আলিস আল ইসলামের

খেলতে আর কোনো বাধা নেই আলিস আল ইসলামের

ক্রীড়া ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৫ ১৬:৩৫

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। আম্পায়ারের সন্দেহের কারণে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষায় পাস করেছেন এই রহস্য স্পিনার।

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আলিসের ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।

অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলছেন তিনি। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে। এরপর গত ২৫ জানুয়ারি (শনিবার) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আলিস।

এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। সেবারও পরীক্ষা দিয়ে আবার ক্রিকেটে ফিরেছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]