32858

04/17/2025 ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে

৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৫ ১৪:৪৮

৩১ জানুয়ারির পর কেউ অবৈধভাবে দেশে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অবৈধ বিদেশিদের বিষয়ে ৩১ জানুয়ারির পর আর কি করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো দেশে যেতে হলে একটি ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের বেশি কেউ সে দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হয়। এই জরিমানাটা আমরা পাঁচগুণ বাড়িয়েছি, আগে দিনপ্রতি ২০০ টাকার স্থানে আমরা এক হাজার টাকা নির্ধারণ করেছি। আগে ছিল আপনি যতদিন অবৈধভাবে থাকেন না কেন সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সে আইনটাও উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখন প্রতিদিন হিসেব করে জরিমানা দিতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যে যেতে চায় যেতে পারবে। এরপরও যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]