32859

04/17/2025 বিভিন্ন প্রকল্পের অনিয়ম বিষয়ে তদন্ত কমিটি করবে ডিএসসিসি

বিভিন্ন প্রকল্পের অনিয়ম বিষয়ে তদন্ত কমিটি করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৫ ১৪:৫৮

২০০৯ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সম্পর্কে অভিযোগ নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গত ১৫ বছর বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে দুদকের কর্মকর্তারা ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামের সঙ্গে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ বিষয়ে কথা বলেন। সেসময় তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প সম্পর্কে অভিযোগ নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলো তদন্ত করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়ার, শ্যামপুরের সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ইমপ্রুভমেন্ট অব ইনার সার্কুলার রিং রোড ফ্রম রায়েরবাজার সুইচ গেট টু লোহার ব্রিজ শীর্ষক প্রকল্প নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকল্পগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করে নিয়ে গেছে দুদকের অভিযান পরিচালনা করা টিম।

এ ছাড়া সাপ্লাই অব জেনসুলিন অ্যাপ থার্মোপ্লাস্টিক পেইন্ট প্রকল্প, সাপ্লাই অব পোর্টেবল এয়ার কমপ্রেশার ২ নস এবং সাপ্লাই অব ব্র্যান্ড নিউ বিটুমিন প্রেসুর ডিস্ট্রিবিউটর প্রকল্পের শর্ত পূরণ না করেই বিল তুলে নেওয়া হয়েছে বলে দুদক কর্মকর্তা প্রমাণ পেয়েছেন।

তারা বলেন, অভিযানে ঢাকা শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ নির্মাণ প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে। তারা প্রথমে নগর ভবনে স্থাপিত ঢাকা শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন এবং দেখতে পান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্তমানে ডিএসসিসির আনসারদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এসব পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প সম্পর্কে অভিযোগ নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]