32869

03/12/2025 কর্মচারীর মৃত্যু, পরিবারকে ৮ লাখ টাকা অনুদান দিচ্ছে রাজউক

কর্মচারীর মৃত্যু, পরিবারকে ৮ লাখ টাকা অনুদান দিচ্ছে রাজউক

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৫ ১৬:০৩

চাকরি অবস্থায় মৃত্যুবরণ করায় রাজউকের রেখাকার মোহাম্মদ সিরাজ খানের পরিবারকে ৮ লাখ টাকা অনুদান দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ (বুধবার) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের উপপরিচালক (প্রশাসন ১) দিদারুল আলম এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, প্রজ্ঞাপন অনুযায়ী রাজউকের কোনো কর্মকতা-কর্মচারী চাকরিরত অবস্থান মৃত্যুবরণ করলে এককালীন ৮ লাখ টাকা, গুরুতর আহত হলে ৪ লাখ টাকা এবং দাফন কাফনের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে পরিবারকে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত অনুযায়ী রাজউকের রেখাকার মোহাম্মদ সিরাজ খানের পরিবারকে এককালীন ৮ লাখ টাকা পরিশোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]