32935

03/19/2025 সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকালে অমর একুশে বই মেলা উদ্বোধনের পর তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিভিন্ন বিভাগে যারা এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন-

কবিতায়: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান
অনুবাদে: জি এইচ হাবীব
গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞানে: রেজাউর রহমান
ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ

গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর বুধবারের সভায় পুরস্কার তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে আগের তালিকার তিনজন বাদ পড়েন।

প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় কারও নাম উল্লেখ করা হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]