32939

03/15/2025 পিটারের মনোযোগ জুনিয়র ফুটবলারে

পিটারের মনোযোগ জুনিয়র ফুটবলারে

ক্রীড়া ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬

সিনিয়র ফুটবলার এবং কোচ পিটার বাটলার ইস্যুতে দ্বন্দ্ব যেন আরও বেশি প্রকাশ্য হচ্ছে। নিজেদের পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সকালে অনুশীলনে আসেননি সিনিয়ার ফুটবলাররা। তাদের ছাড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। দুপুরে তার অধীনে এই ১৩ জনই জিম সেশন করেছেন। গত দুই দিন বাটলার সিনিয়র ফুটবলারদের বিদ্রোহ ও তার উপর আনীত অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। অবশ্য ফেডারেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে কথা বলেছেন পিটার।

সাবিনা, কৃষ্ণা,মারিয়ার মতো ফুটবলাররা অনুশীলনে যাচ্ছেন না। বড় অংশ অনুশীলন বর্জন নিয়ে কোচের পরোক্ষ মন্তব্য, ‘এ বিষয়ে ধারণা নেই। কোনো আগ্রহও নেই। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি যারা অনুশীলনে আসছে। কাজ চলমান থাকবে।’

১৩ জন ফুটবলার নিয়ে পুর্নাঙ্গ অনুশীলন হয় না। সামনের দিনের অনুশীলন পরিকল্পনা নিয়ে কোচের মন্তব্য, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তার দেশকে সার্ভিস দেবে।’ কোচ এমন মন্তব্যের মাধ্যমে মূলত সিনিয়র ফুটবলারদের বিকল্প তৈরির ইঙ্গিত দিলেন। যদিও সহসাই সিনিয়র ফুটবলারদের যোগ্য বিকল্প পাওয়া বড় কঠিনই।

পিটার বাটলার গণমাধ্যমে কথা বলার কিছুক্ষণ পর নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও মন্তব্য রেখেছেন। গত কয়েকদিন মিডিয়া এড়িয়ে চললেও আজ তিনি বলেছেন, ‘আমি আজও তাদের ( নারী ফুটবলারদের) অনুরোধ করেছি ফুটবল ও দেশের স্বার্থে ফিরে (অবস্থান থেকে) আসার জন্য।’

নারী ফুটবলের ঘটনা নিয়ে গঠিত কমিটি আজ বিকেলে সভায় বসবে। সেই সভার আগেই কোচ ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের মন্তব্য নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]