33016

04/04/2025 বিয়ে করে কনে নিয়ে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বিয়ে করে কনে নিয়ে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট থেকে

৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২

বিয়ে করে কনে নিয়ে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।

জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে পৌঁছান তারা। এরপর বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে বাড়ি ফিরছিলেন জাহিদুল ইসলাম। পথে তুষভান্ডার বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন। বরযাত্রীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। রবিবার রাতে বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নববিবাহিত তরুণের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]