33024

03/13/2025 গুহামানবের বেশে চমকে দিলেন আমির খান!

গুহামানবের বেশে চমকে দিলেন আমির খান!

বিনোদন ডেস্ক

৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৭

ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত সড়কে গুহামানবের মতো অদ্ভুদ পোশাকে রাস্তায় ঘুরতে দেখা যায় এক ব্যক্তিকে। অনেকেই ভেবেছেন হয়ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, আবার মুচকি হেসেছেনও অনেকে। আবার অনেকে ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে গেছেন। এমনকি ভারতের জুহু সমুদ্র সৈকতেও দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ওই ব্যক্তির একটি ভিডিও।

তবে রাস্তায় ঘুরে ফেরা ওই ব্যক্তিকে নিয়ে এক বিস্ফোরক তথ্য জানালো ভারতের সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের। প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় গুহামানবের বেশে ঘুরে ফেরা ব্যক্তিটি বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি এমনই অদ্ভুত পোশাক ও মেকআপ পরে রাস্তায় নেমে পড়েন তিনি। এই লুক পেতে দীর্ঘ মেকআপের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। আমিরের মেকআপ করার ভিডিও সামনে আসতেই পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে তার আগে পর্যন্ত কেউই কিছু বোঝেননি যে এই ব্যক্তি আসলে কে!

জানা গেছে, কোমলপানীয়র একটি বিজ্ঞাপনচিত্র করছেন তিনি। তারই প্রচারকৌশল হিসেবে গুহা মানবের বেশ নিয়েছিলেন তিনি।

মেকআপেও কোনো রকম কসরত বাকি রাখেননি মি. পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]