33056

03/14/2025 দাবানলে ক্ষতিগ্রস্তদের গান উৎসর্গ করলেন লেডি গাগা

দাবানলে ক্ষতিগ্রস্তদের গান উৎসর্গ করলেন লেডি গাগা

বিনোদন ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে প্রাণ হারিয়েছে প্রায় ২৫ জন। আগুন থেকে বাঁচতে ঘরছাড়া হয়েছেন প্রায় লাখো মানুষ, আহতের সংখ্যাও কম নয়।

এদিকে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে লস অ্যাঞ্জেলসের দাবানলে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে উৎসর্গ করেছেন লেডি গাগা ও ব্রুনো। মামাস এবং প্যাপসের জনপ্রিয় গান ‘ক্যালিফোর্নিয়া ড্রিমইন’ গানটি ডুয়েট গেয়েছেন এই দুই হলিউড তারকা।

লেডি গাগা ও ব্রুনোর গানের সময় গ্র্যামি অনুষ্ঠানের অডিটোরিয়াম জুড়েছিল নিস্তব্ধতা। দাবানলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের জন্য তহবিল তৈরির পরিকল্পনা করেছে গ্র্যামি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্র্যামি অ্যাওয়ার্ড সংগীত শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদান করা হয়।

গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো সংগীত শিল্পে অসাধারণ অবদান রাখা শিল্পী, প্রযোজক, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশাদারদের স্বীকৃতি দেওয়া। গ্র্যামি অ্যাওয়ার্ডের প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৯৫৯ সালে। গ্র্যামি শব্দটি গ্রামোফোন থেকে এসেছে, যা সংগীত রেকর্ডিং এবং প্লেব্যাকের একটি ঐতিহাসিক যন্ত্র।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]