33129

03/12/2025 সংবাদ সম্মেলনে বিএনপি কর্মীদের হট্টগোল

সংবাদ সম্মেলনে বিএনপি কর্মীদের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৭

তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে সংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থেকে আসা বিএনপির একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ৷

রায় ঘোষণার পর বুধবার বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে ৷ সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা ৷

হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে ৷

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা অভিযোগ করে বলেন, হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী হোট্টগোল শুরু করেন ৷ এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান নেতাকর্মীরা ৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা ৷ এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা ৷

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]