33147

04/04/2025 আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার মেট্রিক টন গম

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার মেট্রিক টন গম

অর্থনৈতিক প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম বলেন, “আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০,২০০ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।”

এতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০,১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০,০৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]