33157

04/05/2025 সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের ২ ম্যুরাল

সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের ২ ম্যুরাল

সিলেট ব্যুরো

৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫

সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরালের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্রজনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ম্যুরাল দুটির স্থাপনা সম্পূর্ণরুপে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন ছাত্র-জনতাসহ নানা শ্রেণি পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপরই বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেন ছাত্র জনতার একাংশ। পরবর্তী সময়ে বুলডোজার নিয়ে মিছিল সহকারে বঙ্গবন্ধুর ম্যুরালটি একেবারে ভেঙে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যা-গুম-খুন নির্যাতনকারী ফ্যাসিবাদের কোনো স্মৃতিচিহ্ন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। গতরাতে সিলেটে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ মুজিবের মূর্তি ভেঙে দেয়।

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে ছাত্র জনতা।এরপরও এই মুর‍্যালের পিলারসহ স্থাপনা অপসারণের দাবি উঠলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে ছাত্রজনতাই বুলডোজার দিয়ে একেবারে ম্যুরালগুলো গুঁড়িয়ে দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]