33200

03/15/2025 একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪

ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশকে দুই বার সাফ জয়ের গৌরবে গৌরবান্বিত করেছে নারী ফুটবল দল। ২০২২ সালে প্রথমবারের মত সাফ জয়ের পর গত বছরও সাফে চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনরা। অসামান্য এমন সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবার একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা।

এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]