33220

04/14/2025 ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্বের সামনে ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় অংকের বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে ভারতীয় মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে বলে জানান প্রেস সচিব।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান’ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]