33327

04/14/2025 দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বেন না, অনড় ম্যাটস শিক্ষার্থীরা

দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বেন না, অনড় ম্যাটস শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৫

কর্মসূচি পরিবর্তন করে চার দফা দাবি আদায়ে এবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায়ের ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার সিদ্ধান্তে অনড় অবস্থান তাদের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও আমাদের কয়েকজনকে ডাকা হয়েছে। তাদের আশ্বাসে আমরা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

কী আশ্বাস দেওয়া হয়েছে- জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় আমাদের কথা হচ্ছে। তারা জানিয়েছে আজকের মধ্যেই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ ছাড়া আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে উচ্চশিক্ষার পথ খুলে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]