33411

03/12/2025 মৃত্যুশয্যায় যে উপদেশ দিয়েছিলেন সাহাবি আবু দারদা (রা.)

মৃত্যুশয্যায় যে উপদেশ দিয়েছিলেন সাহাবি আবু দারদা (রা.)

ধর্ম ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০

মৃত্যুর সময় হজরত আবু দারদা রা. মৃত্যুর সময় ব্যাকুলভাবে কান্না করতেন। স্ত্রী উম্মু দারদা বলতেন, আপনি রাসূল সা.-এর একজন সাহাবি হয়ে এতো কাঁদছেন কেন? তিনি বলতেন, কেন কাঁদবো না। কিভাবে মুক্তি পাবো আল্লাহ তায়ালা ভালো জানেন।

একদিন তিনি ছেলে বিলালকে ডেকে বললেন, দেখো, একদিন তোমাকেও এমন অবস্থার সম্মীখীন হতে হবে। সেদিনের জন্য কিছু করে রাখো।

তাঁর খোদাভীতি প্রবল ছিল। মৃত্যুর সময় যত ঘনিয়ে এলো তারঁ হা-হুতাশ বৃদ্ধি পেয়ে চললো। পাশে বসে স্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন, আপনি তো মৃত্যুকে খুবই পছন্দ করতেন। এতো অস্থির হচ্ছেন কেন? তিনি বললেন, তোমার কথা সত্য, কিন্তু যখন মৃত্যু অবধারিত জেনেছি তখন এ অস্থিরতা দেখা দিয়েছে। এটুকু বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। এখন আমার শেষ সময় আমাকে কালিমার তালকিন দাও। লোকেরা কালিমার তালকিন দিলো। তিনি তা উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

হজরত আবু দারদা যখন অন্তিম রোগ শয্যায় তখন একদিন ইউসুফ ইবনে আবদিল্লাহ ইবনে সালাম আসলেণ তার কাছে ইলম অর্জনের জন্য। তিনি জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য আসা হয়েছে? তাঁর মুমূর্ষ অবস্থা দেখে ইউসুফ জবাব দিলেন, আপনার সঙ্গে আমার আব্বার যে গভীর সম্পর্ক ছিল সেই সূত্রে আমি আপনার সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। তিনি বললেন, মিথ্যা অতি নিকৃষ্ট জিনিস। কিন্তু কেউ মিথ্যা বলে ইসতিগফার করলে তা মাফ হয়ে পারে। (মুসনাদ/৬৪৫০)

হজরত আবু দারদার মৃত্যু পর্যন্ত ইউসুফ অবস্থান করেন। মৃ্ত্যুর আগে তাকে ডেকে বললেন, আমার মৃত্যু আসন্ন, একথা মানুষকে জানিয়ে দাও। তিনি খবর ছড়িয়ে দিতেই বন্যার স্রোতের মতো মানুষ আসতে শুরু করলো। ঘরে বাইরে শুধু মানুষ আর মানুষ। তাঁকে প্রচুর লোক সমাগমের কথা জানানো হলে তিনি বললেন, আমাকে বাইরে নিয়ে চলো। ধরে বাইরে আনা হলে তিনি উঠে বসলেন এবং জনগণের উদ্দেশ্যে একটি হাদিস বর্ণনা করলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]