33439

03/12/2025 ‘মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি’ পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

‘মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি’ পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি’ লাভ করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন- এমএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী কাকলী আক্তার ও মো. আনিছুর রহমান এবং এমএ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোছা. রোমানা আক্তার মিতা ও মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই বৃত্তির গুরুত্ব অনুভব করতে হবে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান করা হলো। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও জীবন বৃত্তান্তকেও সমৃদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন। এসময় বৃত্তি তহবিল গঠনের জন্য তিনি দাতাকে ধন্যবাদ জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]