33487

03/12/2025 চিন্ময় কৃষ্ণের মুক্তিসহ ৮ দাবি সনাতনী জাগরণ জোটের

চিন্ময় কৃষ্ণের মুক্তিসহ ৮ দাবি সনাতনী জাগরণ জোটের

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২

মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ মোট ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

লিখিত বক্তব্য পাঠ করেন জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার। তিনি ৮ দফা দাবি জানান।

দাবিগুলো হচ্ছে —

১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২. অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।

৩. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৪. সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। একই সঙ্গে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫. ‘দেবত্তোর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ’ আইন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।

৭. সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে।

৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে প্রয়োজনীয় ছুটি দিতে হবে।

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আরেক প্রতিনিধি প্রদীপ কান্তি দে। তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সারা বাংলাদেশসহ সমগ্র বিশ্বে প্রতিটি মন্দিরে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলন করা হবে। আমাদের (বাংলাদেশে) কেন্দ্রীয় প্রদীপ প্রজ্বলন হবে ঢাকেশ্বরী মন্দিরে। আর ২১ ফেব্রুয়ারি ৮ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশসহ সারা বিশ্বে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উপদেষ্টা অধ্যাপক চন্দন সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জোটের অন্যতম প্রতিনিধি রাজেশ নাহা, তন্ময় মৌল্লিক, সৌরভ গাঙ্গলী সকাল, সাজেন কৃষ্ণ বল, সৌরভ সরকার প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]