33547

03/12/2025 তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন।

আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ এসব অভিবাসীদের বহনকারী তৃতীয় বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা ১১২ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান রোববার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছাল ভারতে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ০৩ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর তৃতীয় দফায় ফেরত পাঠানো হয় আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পাঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়।

এছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এবারের তালিকাতেও পাঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।

এদিকে কেন আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের নিয়ে আসা বিমানগুলোকে পাঞ্জাবে অবতরণ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। তার প্রশ্ন, “কেন অবৈধ অভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই অবতরণ করছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না মার্কিন বিমান?”

মানের দাবি, এটি আসলে একটি ‘চক্রান্ত’। তার অভিযোগ, সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত করা হচ্ছে। পাঞ্জাবে বিমানগুলো অবতরণ করিয়ে বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যায়।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হয়। ওই দিন ১০৪ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে আসে মার্কিন সামরিক বিমান। সেটাতে পাঞ্জাব, গুজরাট এবং হরিয়ানার বাসিন্দাই বেশি ছিলেন।

এরপর দ্বিতীয় দফায় শনিবার রাতে পৌঁছোনো বিমানটিতেও ১১৬ জনের মধ্যে ৬৫ জন ছিলেন পাঞ্জাবের বাসিন্দা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]