33553

03/12/2025 সূরা বনী ইসরাঈলে মুমিনের জন্য ৫ উপদেশ

সূরা বনী ইসরাঈলে মুমিনের জন্য ৫ উপদেশ

ধর্ম ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১

পবিত্র কোরআনের ১৭তম সূরা, সূরা বনী ইসরাঈল। সূরাটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ১১১টি। সূরাটিতে ওজনে কম না দেওয়া, অহংকার না করা এবং আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শরিক না করা-সহ বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। এখানে সূরা পাঁচটি আয়াত উল্লেখ করা হলো যেখানে আল্লাহ তায়ালা মানুষের জন্য এই উপদেশগুলো দিয়েছেন—

ওজন ও পরিমাপে ঠিকমতো দেওয়া

وَ اَوۡفُوا الۡكَیۡلَ اِذَا كِلۡتُمۡ وَ زِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ؕ ذٰلِكَ خَیۡرٌ وَّ اَحۡسَنُ تَاۡوِیۡلًا

আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ কর এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন কর। এটা কল্যাণকর ও পরিণামে সুন্দরতম। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৫)

‘অহংকার করো না’

وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنۡ تَخۡرِقَ الۡاَرۡضَ وَ لَنۡ تَبۡلُغَ الۡجِبَالَ طُوۡلًا

আর জমিনে বড়াই করে চলো না; তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৭)

আল্লাহর সঙ্গে শরিক না করা

ذٰلِكَ مِمَّاۤ اَوۡحٰۤی اِلَیۡكَ رَبُّكَ مِنَ الۡحِكۡمَۃِ ؕ وَ لَا تَجۡعَلۡ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ فَتُلۡقٰی فِیۡ جَهَنَّمَ مَلُوۡمًا مَّدۡحُوۡرً

তুমি আল্লাহর সাথে অন্য কোন উপাস্য নির্ধারণ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৯)

আল্লাহর তাসবিহ পাঠ

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبۡعُ وَ الۡاَرۡضُ وَ مَنۡ فِیۡهِنَّ ؕ وَ اِنۡ مِّنۡ شَیۡءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمۡدِهٖ وَ لٰكِنۡ لَّا تَفۡقَهُوۡنَ تَسۡبِیۡحَهُمۡ ؕ اِنَّهٗ كَانَ حَلِیۡمًا غَفُوۡرًا

সাত আসমান ও জমিন ও এর মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তাঁর প্রসংশায় তাসবীহ পাঠ করে না; কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝ না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৪৪)

আখেরাতে বিশ্বাস

وَ اِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ جَعَلۡنَا بَیۡنَكَ وَ بَیۡنَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ حِجَابًا مَّسۡتُوۡرًا

আর তুমি যখন কোরআন পড় তখন তোমার ও যারা আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৪৫)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]