33618

03/12/2025 বৈরি আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

বৈরি আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

ক্রীড়া ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল মঙ্গলবার। তবে শঙ্কা আগেই দিয়েছিল বৈরি আবহাওয়া। সেটিই হয়েছে। লিওনেল মেসিদের নতুন মৌসুমে অভিষেকের বাগড়া দিয়েছে প্রচণ্ড তুষারপাত। তাতেই পিছিয়েছে ইন্টার মিয়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচটি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কনকাকাফ কর্তৃপক্ষ। কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি হবে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা পূর্বাভাসে জানিয়েছে, আজ কানসাস সিটিতে ১০ ইঞ্চি তুষারপাত হতে পারে। কনকাকাফ জানিয়েছে, এদিন মাঠে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। যে কারণে ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়েছে।

সময় পরিবর্তনের বিষয়ে কনকাকাফ বিবৃতিতে লিখেছে, ‘খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটা দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে।’

মিয়ামির চেজ স্টেডিয়ামে এই ম্যাচের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি। বিজয়ী দল তারপর শেষ ষোলোয় জ্যামাইকার ক্যাভেলিয়ারের মুখোমুখি হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]