33737

03/15/2025 ‘কোহলি নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে’

‘কোহলি নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে’

ক্রীড়া ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৩

লম্বা সময় ধরে অফ-ফর্মে বিরাট কোহলি। গত বছর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও বাকি দুই ফরম্যাটে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে লাল বলে হোক বা সাদা বলে, কোনো ফরম্যাটেই রানে ফিরতে পারছেন না তিনি। বোর্ডার-গাভাস্কার সিরিজে তিনি রান পাননি, এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একটি ফিফটি পেলেও ধারাবাহিক হতে পারছেন না তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও কোহলি রানের দেখা পাননি। ক্রিজে থিতু হলেও ফিরতে হয়েছে ৩৮ বলে ২২ রান করে। ক্রিকেট বিশ্বে তাই আলোচনায় কোহলির ফর্ম।

এদিকে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে মনে করেন, ছন্দে ফিরতে নিজের উপর বেশিই চাপ দিয়ে ফেলছে কুম্বলে। তিনি বলেন, ‘আমার মনে হয় সে একটু বেশিই চেষ্টা করছে। এটা তার ইনিংসগুলো দেখলেই বুঝতে পারবেন। তার আসলে এটা নিয়ে দুশ্চিন্তা না করা উচিত।’

নিজের স্বাভাবিক খেলাটাই কোহলির খেলা উচ্চিত জানিয়ে কুম্বলে আরও বলেন, ‘রোহিত তো স্বাধীনতা নিয়েই খেলছে। কারণ, ব্যাটিংয়ে অনেকেই আছে আর তারা দারুণ ছন্দেও আছে। বিরাটের বেলায়ও এটা হওয়া উচিত। তার উইকেটে গিয়ে কিছু নিয়ে দুশ্চিন্তা না করে নিজের খেলাটা খেলতে হবে। প্রত্যেক খেলোয়াড়েরই ক্যারিয়ারে কঠিন মুহূর্ত থাকে। কিন্তু তার ব্যাটিং দেখে আমার মনে হয়েছে সে নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে।’

খলিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনি যখন এমন চাপে থাকবেন এবং আপনার কাছে প্রত্যাশাও বেশি থাকবে, আপনি সবকিছুকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, যেটা উচিত নয়। এমন অবস্থায় ভালো খেলা কঠিন। এমনটা যখন হবে, আপনি নির্ভার থাকতে পারবেন না। আমার তো মনে হয়, সে তার খেলা সেরা ইনিংসগুলো নিয়েও ভাবছে না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]