33803

04/03/2025 আইফোনে নতুন সুবিধা সার্কেল টু সার্চ

আইফোনে নতুন সুবিধা সার্কেল টু সার্চ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার সার্কেল টু সার্চ চালু করছে গুগল। যদিও ২০২৪ সাল থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রয়েছে এই সুবিধা, যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মূলত এআইয়ের মাধ্যমে কাজ করে সার্কেল টু সার্চ। যদিও আইফোনে এই ফিচার চালু হলেও কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে।

আইফোনে সার্কেল টু সার্চ যেভাবে কাজ করবে

আইফোনে এই ফিচারটি নতুন নামকরণ করা হয়েছে সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স। এর জন্য আইফোন ব্যবহারকারীদের গুগল লেন্স অ্যাপ ইন্সটল করতে হবে। তবে আইফোনে এটি কেবল ক্রোম এবং গুগল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ। দুই অ্যাপের উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে যেকোনো একটি বিষয়বস্তুকে হাইলাইট করা যাবে, কোনো কিছু আঁকা যাবে বা ট্যাপ করা যাবে, স্ক্রিন থেকে না বেরিয়েই।

এই ফিচারের মূল উদ্দেশ্য ক্রোম এবং গুগল ব্রাউজিং অভিজ্ঞতা আরো উন্নত করা। এই ফিচারের মাধ্যমে ভিজ্যুয়াল সার্চও করা যাবে। গুগল জানিয়েছে, ফিচারটি সবচেয়ে বেশি কার্যকর ক্রোম অ্যাপে। ব্যবহারকারীরা এবার কোনো প্রোডাক্টের জন্য দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবেন, নতুন ট্যাব না খুলে অথবা স্ক্রিনশট ছাড়াই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]