বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি খামারে অগ্নিকাণ্ডে চারটি শেডের প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি পুড়ে মারা গেছে।
শুক্রবার (০৯ এপ্রিল) রাতে উপজেলার দহিলা গ্রামে মনসুর রহমানের মুরগির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে খামারির দাবি, আগুনে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের দহিলাপাড়া গ্রামে মনসুর রহমানের মুরগির খামারে শুক্রবার রাতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খামারী মনসুর রহমান দাবি করেছেন, আগুনে তার খামারের চারটি সেডে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।