33906

03/15/2025 রাতে দুবাইয়ে মাঠে নামছে বাংলাদেশ

রাতে দুবাইয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৭

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে। দুই ম্যাচের প্রথমটিতে রাতে নামবে বাংলাদেশের মেয়েরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এ ম্যাচ দিয়ে পথচলা শুরু হচ্ছে নতুন বাংলাদেশে।

টানা দুই সাফজয়ের পর কোচের বিরুদ্ধে বিদ্রোহে মূল দলের ১৮ খেলোয়াড় নেই এই দলে। নতুনদের নিয়ে শুরুর অপেক্ষায় বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ডিফেন্ডার আফঈদা খন্দকারের অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে।

মঙ্গলবার আমিরাতে বাংলাদেশ দল অনুশীলন করেছে। মাঠে নামার আগে আরব আমিরাতে দলের সাথে দেখা করেছেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম।

আরব আমিরাত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে অনেক ভালো করছে লাল-সবুজের মেয়েরা। সাবিনাসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি দল যদিও চ্যালেঞ্জের মুখে থাকবে।

সোমবার রাতে ঢাকা ছেড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুবাই পৌঁছেছে বাংলাদেশ। বাংলাদেশ-আমিরাত জাতীয় দল আগে কখনো মুখোমুখি হয়নি। তবে বয়সভিত্তিক পর্যায়ে তিন সাক্ষাতে জয় আছে বাংলাদেশের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]