33916

03/15/2025 নতুন কোচের সন্ধানে নামছে ‘হতাশ ও ক্ষুব্ধ’ পিসিবি

নতুন কোচের সন্ধানে নামছে ‘হতাশ ও ক্ষুব্ধ’ পিসিবি

ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮

২৯ বছর পর নিজেদের ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট। কিন্তু সেখানে তারা টিকলো মোটে ৫ দিন। ১৯ তারিখ নিউজিল্যান্ড আর ২৩ তারিখ ভারতের বিপক্ষে হারের পরেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দলের। তবে পরদিন বাংলাদেশের হারে একেবারেই নিশ্চিত হয়ে যায় মোহাম্মদ রিজওয়ানদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

তবে কেবল হারই না, যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান, তাতে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আর সেটারই ফল ভোগ করতে হতে পারে দলটির বর্তমান কোচ আকিব জাভেদকে। অন্তর্বর্তী মেয়াদে যিনি এখন রিজওয়ান-বাবরদের গুরু, তাকে আগামী ২৭ তারিখই বিদায় করতে চায় পিসিবি। সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এমন খবরই প্রকাশ করেছে পিটিআই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছে সেই সূত্র। তবে পিসিবি এখনই বড় রকমের কোনো ঘোষণা দিতে রাজি নয়। বর্তমানে চলমান ইভেন্ট সফলভাবে শেষ করার দিকেই তাদের নজর বলে উল্লেখ করা হয়েছে। পিসিবি চায়, টুর্নামেন্টের সফল আয়োজন শেষ করতে, যাতে ভবিষ্যতে আইসিসির আরও কোনো ইভেন্ট আয়োজকের স্বত্ত্ব পেতে পারে দেশটি।

সূত্রের বক্তব্য, ‘এখনই দলের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায় দলের বাজে পারফরম্যান্সের জন্য কোনো প্রকার অজুহাত শুনতেও নারাজ।’

সেই সূত্রের দাবি, আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে আকিব জাভেদ অধ্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগের চেষ্টা করবে পিসিবি। সম্ভাবনা রয়েছে আরও একবার অন্তর্বর্তী কোচের শরণাপন্ন হবে পাকিস্তান।

আগামী ১৫ই মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ। সেই সিরিজের মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটে নতুন কাউকে দেখা যাবে। আশা করা হচ্ছে, বড় কোন নামকেই দেখা যেতে পারে বাবর-রিজওয়ানদের কোচ হিসেবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]