33942

03/12/2025 বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

রকমারি ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৯

ভারতে একটি বিয়েকে ঘিরে চর্চা তুঙ্গে উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই বিয়ের কার্ড। সেখানে ১০টি প্রতিশ্রুতি লেখা হয়েছে। এছাড়া বিয়েতে যৌতুক চাওয়া হয়েছে ১১ হাজার গাছের চারা।

বিয়েতেরায়পুর নামের ওই গ্রামের বাসিন্দা পরিবেশকর্মী সুরবিন্দর কিষাণের বিয়ে নিয়ে এমন চর্চা হচ্ছে। তিনি জানিয়েছেন তার বিয়ে ২ মার্চ ঠিক করা হয়েছে।

তিনি জানিয়েছেন, বিয়েতে জাঁকজমক হবে না। একেবারে সাধারণভাবে হবে। মেয়ের পক্ষ থেকে যৌতুক হিসেবে থাকছে ১১ হাজার গাছ। গরুর গাড়িতে যাবে মেয়ে।

এদিকে বিয়েতে যে ১০টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেগুলো হলো, গোমাতার সেবার বিশেষ ভোজের আয়োজন, বস্তি স্কুল উদ্বোধন, রক্তদান শিবির, গ্রাম দত্তক প্রকল্প, গ্রামীণ এলাকায় ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য ৫১টি ই-লাইব্রেরি খোলা, সেলাই স্কুল খোলা, সচেতনতা অভিযানসহ একাধিক অঙ্গীকার

পাত্র জানিয়েছেন, পরিবেশ সম্পর্কে সচেতনতার নজির তৈরি করবে তাদের বিয়ে। যৌতুক ছাড়াই হবে এই বিয়ে। অপ্রয়োজনীয় কোনও খরচ হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]