33952

04/06/2025 রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমা‌রে : ফিলিপ্পো গ্রান্ডি

রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমা‌রে : ফিলিপ্পো গ্রান্ডি

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে। কিন্তু মিয়ানমারের প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল, সেখানে নানা ধরনের দ্বন্দ্ব চলছে।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের স‌ঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন ইউএনএইচসিআর-এর হাইকমিশনার।

ফিলিপ্পো গ্রান্ডি ব‌লেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও রো‌হিঙ্গা‌দের প্রতি‌নিয়ত আতি‌থেয়তা করার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আলোচনা ক‌রে‌ছি এবং যেটা‌তে গুরুত্ব দি‌য়ে‌ছি, আমি সবসময় সহমত পোষণ কর‌ছি; রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমা‌রে। কিন্তু মিয়ানমারের প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল। সেখা‌নে দ্বন্দ্ব চল‌ছে, নানা ধরনের দ্বন্দ্ব চলমান।

রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন হ‌বে। স‌ম্মেল‌নে ইউএনএইচসিআর-এর সমর্থনের কথা তু‌লে ধ‌রে হাইকমিশনার ব‌লেন, রো‌হিঙ্গা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আগামী ক‌য়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হ‌বে, সেখা‌নে সমর্থন থাক‌বে ইউএনএইচসিআর-এর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com